ঈদে ২৩টি সেতু খুলে দেয়ার ঘোষণা

37

কাজিরবাজার ডেস্ক :
দেশের বিভিন্ন মহাসড়কে নির্মিত ২৩টি সেতু পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়েছেন, এর ফলে সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও যানজট হবে না। তবে গরুবাহী যানের কারণে ধীরগতি থাকতে পারে বলে জানান মন্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। ঈদকে সামনে রেখে সাভারে নবীনগরে ফিটনেস যান ও লাইসেন্সবিহীন চালকদের কাগজ পরীক্ষা-নিরীক্ষা ও পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে তাকে সাধুবাদ জানান মন্ত্রী। বলেন, ‘শিক্ষার্থীদের এই গঠনমূলক আন্দোলনের কারণে আজ বিআরটিএ অফিসগুলোতে লাইসেন্স ও ফিটনেস নবায়নের হিড়িক পড়েছে। দিনের অতিরিক্ত সময় কাজ করেও শেষ না হওয়ায় হিমশিম খেতে হচ্ছে এখানকার কর্মকর্তা-কর্মচারীদের।’
মন্ত্রী বলেন, ‘তবে আন্দোলন চলাকালে ধানমন্ডির আওয়ামী লীগ অফিসে যারা হামলা ও ভাঙচুর চালিয়েছে তারা ছাত্র হতে পারে না। হাজার হাজার ভুয়া আইডি কার্ড বানিয়ে বদমতলবিরা আন্দোলনে যোগ দিয়েছে। বই বহন করা ব্যাগের মধ্যে পাথর ও চাপাতি বহন করেছে। তাই কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এসব বদমতলবি ও সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর করেছে। তাই তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে মানিকগঞ্জ সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।