নগরীতে ট্রাফিক সপ্তাহের ষষ্ঠ দিনে ৩১৬টি মামলা

52

স্টাফ রিপোর্টার :
নগরীতে ট্রাফিক সপ্তাহের ষষ্ঠ দিনে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ৩১৬টি মামলা দায়ের করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দিনভর নগরীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে এসব যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযানে ফিটনেসহীন যানবাহনের বিরুদ্ধে ১১৮টি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে ১৯৮টি মামলা দায়ের করা হয়েছে। সিলেট ট্রাফিক বিভাগের পরিদর্শক হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ষষ্ঠ দিনে ৩১৬টি মামলার বিপরীতে ১ লাখ ৮২ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কাগজপত্র না থাকায় ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ট্রাফিক সপ্তাহের ছয়দিনে ২ হাজার ২৬০টি মামলা দায়ের করা হয়েছে। কাগজপত্র না থাকায় জব্দ করা হয়েছে ৮৩ মোটরসাইকেল। জরিমানা করা হয়েছে মোট ১২ লাখ ৪৫ হাজার ৫শ’ টাকা।