জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
থাকলে শিশু সুরক্ষিত, উন্নয়ন হবে অর্জিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের শিশু সুরক্ষার লক্ষ্যে শিশু সহায়তায় ফোন চাইন্ড হেল্পলাইন ‘১০৯৮’এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
(১০ ফেব্র“য়ারী) সোমবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.কে.এম আজাদ ভূঁইয়া’র পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সিলেটের পরিচালক সনজিৎ কুমার সিংহ, বিভাগীয় উপ-পরিচালক আব্দুর রফিক, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম.এ বশির উদ্দিন, সহকারি কমিশনার ভূমি ফারুক হোসেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, চাইল্ড সেনসেটিভ সোস্যাল প্রোটেকশন কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, শাহ আলম চৌধুরী তোফায়েল, আমিনুর রশিদ, মোঃ ইয়াহিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন রুহেল প্রমুখ।