গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুমন্ত ব্যনার্জি। যানবাহন ও মুদির দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ১০ টি যানবাহন ও ৫টি দোকানে অভিযান পরিচালনা করে সাড়ে ১০হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় উপজেলার সদরের বিভিন্ন দোকানে। অভিযানে দোকানের লাইসেন্স ও খাদ্যপণ্যের মূল্য তালিকা না থাকায় ইমা ট্রেডার্সকে ১ হাজার, হাসান এন্ড ফরহাদ ট্রেডার্সকে ২ হাজার টাকা, বিলাল ট্রেডার্সকে ১ হাজার টাকা, পাল ট্রেডার্সকে ২হাজার টাকা ও সনি ভেরাইটিজকে জরিমানা করা হয় ১ হাজার টাকা। অপরদিকে বিভিন্ন যাবাহনে লাইসেন্স না থাকায় ২ হাজার পাচঁ শত টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুমন্ত ব্যনার্জি। তিনি জানান, আমি অভিযান পরিচালনা করে জরিমানা করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে। এবং তাদেরকে সতর্ক করে দিয়েছি। এ সময় তাকে সহযোগীতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল আলম সিদ্দিকী সহ গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।