ছাতকে মদ বিক্রেতাসহ গ্রেফতার ৬

25

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতীয় মদসহ দু’বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে শহরের পেপারমিল খেয়াঘাট এলাকা থেকে মদসহ কোম্পানীগঞ্জ উপজেলার তেলীখাল ইউনিয়নের চাটিবহর গ্রামের বশির আহমদের পুত্র জুয়েল আহমদ (২৬) ও মৃত তরিক আলীর পুত্র অজুদ আলী (১৮)কে গ্রেফতার করেন সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হক ও ইন্সপেক্টর সুয়েব আহমদ চৌধুরী। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪০ বোতল ভারতীয় ম্যাকডুয়েল ও অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে ইন্সপেক্টর সুয়েব আহমদ চৌধুরী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা(নং-১৭) দায়ের করেন। এদিকে রাতে থানার এসআই অরুন কুমার দাস অভিযান চালিয়ে পলাতক ৪ আসামীকে গ্রেফতার করেন। সোমবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রামের মৃত মনছব আলীর পুত্র মনোহর আলী (৬৫) এবং তার পুত্র আজির উদ্দিন (৩৮), সিরাজ উদ্দিন (৩৬) ও নিজাম উদ্দিন (৩২)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।