শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে, সড়কে নৈরাজ্য দূর করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে গতকাল বেলা ১২টায় চৌহাট্টা পয়েন্টে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড বেদানন্দ ভট্টাচর্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন পার্টির জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন।
সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর, বাংলাদেশ যুব ইইনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি খায়রুল হাছান, সিপিবি জালালাবাদ থানার সম্পাদক কমরেড নিরঞ্জন দাস খোকন, উদীচী সিরেট জেলার কোষাধক্ষ সনি™প দেব, খেলাঘর কর্মী বিধান দেব, ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদের সাধারণ সম্পাদক সুচিত্র গোপ, ছাত্র ইউনিয়ন সিরেট জেলার কোষাধক্ষ নাবিল হোসেন প্রমুখ।
সভায় বক্তরা, ঢাকার কুর্মিটোলায় বিমানন্দর সড়কে জাবলে নূর পরিবহনের বাসের চাপায় গত ২৯ জুলাই ২০১৮ রবিবার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজীব ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানমের মৃত্যু এবং ১২ জন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় গড়ে উঠা শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা সহ সড়কে নৈরাজ্য দূর করতে ও সড়কের মাফিয়া ডন মন্ত্রী’র অপসারণে যথাযথ পদক্ষেপ গ্রহন এবং নিরাপদ সড়কের দাবি জানান। বিজ্ঞপ্তি