এডিসি ট্রেনিং ইনস্টিটিউট’র সনদ বিতরণ ॥ যুবসমাজকে দেশের সম্পদে পরিণত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই

34

যুবরাই আমাদের দেশের প্রাণশক্তি। বাংলাদেশে বেকারত্বের কারণে বিপুল সংখ্যক যুবকের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত। তাদের দক্ষতা বৃদ্ধি এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এর মাধ্যমে যুবসমাজকে দেশের সম্পদে পরিণত করা সম্ভব।
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবাকাস ডিজিটাল কম্পিউটার (এডিসি) ট্রেনিং ইনস্টিটিউট এর সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। শুক্রবার সকালে সিলেট শহরতলীর ইসলামপুরে সফলভাবে কোর্স সম্পন্নকারী ও কৃতি প্রায় অর্ধশত শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ বিরতণ করা হয়।
এডিসি ট্রেনিং ইনস্টিটিউর এর ব্যবস্থাপনা পরিচালক তৈয়্যিব আহমদ সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি নলেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন আইসিটি নলেজ এর প্রধান নির্বাহী মো. মিজানুর রহমান, এবাকাস ডিজিটাল কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট পরিচালনা কমিটির সভাপতি আহমদ আলী। স্বাগত বক্তব্য রাখেন এডিসি ট্রেনিং ইনস্টিটিউট এর প্রাক্তন ছাত্র এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ জসিম উদ্দীন। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক বশির আহমদ রায়হান, উপ-সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান, শুয়াইবুল ইসলাম। প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন প্রভাষক আব্দুল আওয়াল পলাশ, সুলতানা রাজিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি