সাধারণ ছাত্র পরিষদ সিলেটের মানববন্ধন

43

সাধারণ শিক্ষার্থী পরিষদ সিলেটের উদ্যোগে রাজধানীতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী রাজিব ও মিম হত্যাকারী ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি, সড়কে মৃত্যুর মিছিল বন্দ ও নিরাপদ সড়কের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ডাকা মানবন্ধন কর্মসূচিতে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরিষদের প্রধান সমন্বয়ক মো. নাঈমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সমন্বয়ক মো. আফজাল হোসেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, অরজিত দাস পলাশ, সুমন আহমদ, নাঈমূর, রাহিম, আব্বাস, বদরুল রতন, মুহাইমিন, মোজাহিদ, প্রসেনজিং, তানভীর, শাহরিয়ার, রায়হান চৌধুরী, রাফি, ইমরান, মেহদী, ফয়সাল, জামির হোসেন, সন্দীপ, সুমেন, মেহদী প্রমুখ। বিজ্ঞপ্তি