স্টাফ রিপোর্টার :
অমীমাংসিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদের ফলাফল। এই অবস্থায় কুশয় বিনিময়ের জন্য ভোটের ফলাফলে এগিয়ে থাকা আরিফুল হক চৌধুরী সপরিবারে গিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদর উদ্দিন আহমদ কামরানের বাসায়। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে কামরানের ছড়ারপারের বাসায় যান আরিফ। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী শ্যামা হক ও মেয়ে আসফা হক চৌধুরী নাইফা। কামরানের বাসায় প্রায় আধাঘণ্টা অবস্থান করে আরিফুল পরিবার। এ সময় একান্তে কথা বলেন কামরান ও আরিফুল। বের হয়ে যাওয়ার পথে কোলাকুলি করেন দুই প্রতিদ্বন্দ্বী। তখন দুজনকেই বেশ হাসিখুশি দেখাচ্ছিল। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানা যায়নি।
এসময় আরিফুল হক চৌধুরী বলেন, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও কামরান আমার বড় ভাই। তার সঙ্গে দেখা করতে বাসায় গিয়েছিলাম। কামরান দীর্ঘদিন নগরপিতা ছিলেন। সব ভেদাভেদ ভুলে একটি পরিকল্পিত সিলেট গড়তে একসাথে কাজ করতে চাই।
বদর উদ্দিন আহমেদ কামরান বলেন, সিলেটে রাজনৈতিক একটা সম্প্রীতি রয়েছে। আরিফুল আমার বাসায় এসেছিলেন। তার সঙ্গে কথা হয়েছে, কুশল বিনিময় হয়েছে।