সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ॥ ১৩৪ কেন্দ্রে পৌঁছে গেছে ভোট গ্রহণ নির্বাচনী সরঞ্জাম

113

স্টাফ রিপোর্টার :
আজ সোমবার সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ১৩৪টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পৌছেছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স থেকে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলোর নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে পৌছে দেয়া হয়েছে।
সিসিক নির্বাচনে তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে কেন্দ্রগুলোর নির্বাচনী কর্মকর্তাদের ব্যালটবক্স, ব্যালটপেপার, অমুচনীয় কালি, সিলসহ ৪২ ধরনের নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং কর্মকর্তা, প্রতিটি বুথে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও দু’জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এবার নগরীর আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের দু’টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দ্বারা ভোটগ্রহণ হবে।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪টি কেন্দ্র ও ৯২৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ১৩৪ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৯২৬ জন এবং পোলিং কর্মকর্তা ১ হাজার ৮৫২ জন দায়িত্ব পালন করবেন।