নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহবান ইসলামী ঐক্যজোটের

46

২০ দলীয় জেটের অন্যতম শরীক দল ইসলামী ঐক্যজোট নেতবৃন্দ আসন্ন ৩০ জুলাই অনুষ্ঠিতব্য আধ্যাত্মিক রাজধানী সিলেট সিটি কর্পোরপশন নির্বাচনে, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে নির্বাচনে অংশ গ্রহনকারী সকল প্রার্থীগণকে সমান সুযোগ সুবিধা প্রদানের জন্য আহ্বান জানিয়ে বলেন, সিলেটের সচেতন জনগণ নির্বাচনী কার্যক্রম শুরু থেকে প্রশাসনের ভূমিকা সম্পর্কে পর্যবেক্ষণ করে আসছেন। কোন প্রার্থীর পক্ষে হয়রানী করা সিলেটবাসী মেনে নিবেন না। ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি নগরবাসী একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন। শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সরকারসহ নির্বাচন কমিশন-কে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ আশা করেন যে ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটাররা সৎ, যোগ্য বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত আরিফুল হক চৌধুরীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন।
বিবৃতিদাতারা হচ্ছেন ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মুফতী আব্দুল কারীম হাক্কানী, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস বিন রিয়াসত, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আনোয়ারুল হক, সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মসউদ আহমদ, আলহাজ¦ নজরুল ইসলাম শিকদার, মাওলানা সালেহ আহমদ, হাফিজ আব্দুন নূর, হাফিজ আব্দুস সবুর, প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ আনসারী, হাফিজ মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল জলিল, হাফিজ আব্দুল আলিম, মাওলানা সাইফুল ইসলাম মিরাজ, হাফিজ আব্দুল করিম, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা এনামুল হাসান, হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা আনোয়ার হোসাইন, আ.ফ.ম কামাল চৌধুরী,মাওলানা নুরুল হক, মাওলানা আব্দুল জব্বার, সহ সাধারণ সম্পাদক হাফিজ মুহিবুর রহমান, মাওলানা শামীম আহমদ, হাফিজ মাওলানা খলিলুর রহমান, হাফিজ মকতছুল, মাওলানা আলী আকবর, মাওলানা রমজান আলী, মাওলানা শরীফ আহমদ, মাওলানা সোয়াইবুর রহমান, মাওলানা রশীদ আহমদ, মাওলানা জালাল উদ্দিন, হাফিজ মুশাহিদ, আল আমীন, রমজান আলী, মাওলানা ফিরুজ আলী, আয়ূব আলী প্রমুখ। বিজ্ঞপ্তি