উন্নয়ন বান্ধব কল্যাণমুখী সৎ জনপ্রতিনিধি চাই এই শ্লোগাণকে সামনে রেখে নগরীতে প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীদের এক প্রচারণা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফরের পক্ষে এ প্রচারণাকালে বক্তারা বলেন, উন্নয়ন বঞ্চিত নগরবাসী এবার পরিবর্তন চায়। সেই পরিবর্তন হবে নাগরিকদের জীবন যাত্রার মান উন্নয়ন। দেশবান্ধব রাজনীতি আর নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৩০ জুলাই সম্মানীত নাগরিকবৃন্দ ব্যালটের মাধ্যমে সেই অধিকারের জানান দিবে।
সাংস্কৃতিককর্মীদের এ প্রচারণা চৌহাট্টাস্থ কেন্দ্রিয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর জল্লারপার রোড শেষে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। প্রচারণায় উপস্থিত ছিলেন, জেলা উদীচীর সহ-সভাপতি কবি ও লেখক এনায়েত হাসান মানিক, সাধারণ সম্পাদক ডা. অভিজিৎ দাস জয়, সদস্য রজত চৌধুরী, চারণ সিলেট জেলার আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সদস্য সুমন আহমদ, দর্পণ থিয়েটারের সদস্য সুপ্রিয় দেব শান্ত, নাহিদ পারভেজ বাবু, কবি সাংবাদিক দেবব্রত রায় দিপন, নগরনাটের সভাপতি অরূপ বাউল, উদীচীর সন্দীপ দেব, রাজীব পুরকায়স্থ, এলীন, রহমান পায়েল, এনামুল হক সামি প্রমুখ। বিজ্ঞপ্তি