কাজিরবাজার ডেস্ক :
ইতালিতে ফরিদ খান নামে (৬০) এক প্রবাসী বাংলাদেশী মারা গেছেন। শনিবার আনুমানিক সময় রাত ১০টায় দেশটির ত্রিয়েসতে নামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে তার আত্মীয় রাজন (নাতি) জানান, জ্বর ও কাশি হওয়ায় চলতি মাসের ৭ তারিখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার পরীক্ষা করলে তার শরীরে ডায়বেটিস ও ফুসফুসজনিত রোগ ধরা পড়ে। প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার তিনি মারা যান। পরিবার নিয়ে তিনি ইতালির উত্তরপূর্ব মনফালকান নামক এলাকায় বসবাস করতেন। তিনি দেশটিতে প্রায় ৩০ বছর বাংলাদেশী বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক। তার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানার গৌরিপুর গ্রামে। এর আগে একজন বাংলাদেশী প্রাণঘাতী করোনায় মারা গেছেন। একদিনের ব্যবধানে তিনিও মারা গেলেন।