এইচ.এস.সি পরীক্ষায় সিলেট কমার্স কলেজের সাফল্যের রেকর্ড অব্যাহত সাফল্যের জোয়ারে এ বছর ও ভাটা পড়েনি সিলেট কমার্স কলেজের। বোর্ডে মেধা তালিকার প্রচলিত পদ্ধতি না থাকলে ও কলেজের স্বীয় ফলাফল রয়েছে অক্ষুন্ন। এবারের এইচ এস সি পরীক্ষায় এ কলেজে পাস করেছে শতভাগ শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩০৯ জন এর মধ্যে ৩০৬ জন পাস করেছে, এছাড়া ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল এদের মধ্যে এ প্লাস পেয়েছে ৫ জন তারা হলেন নৌশিন আহমদ, খুশনুদ হুসেন প্রিতু, মো হাবিবুর রহমান, রেজিয়া খাতুন বকুল ও আবু জাফর উবায়দুল্লাহসহ এবারো শতভাগ ফলাফলের বাজিমাত করে কলেজের শিক্ষার্থীরা। ২০১৫ সালের পাসের পরিসংখ্যান অনুযায়ী এ বছর কলেজের ফলাফলের উল্লেখযোগ্য দিক হলো এস.এস.সি.-তে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী জিপিএ গ্রেড নিয়ে ভর্তি হয়ে সর্বাধিক সংখ্যক এ প্লাস এইচ.এস.সি.তে অর্জন করেছে । এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকমন্ডলী। বিজ্ঞপ্তি