পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে মডেল নগরী গড়ে তোলাই আমার লক্ষ্য ——বদরুজ্জামান সেলিম

39

আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী বদরুজ্জামান সেলিম বলেছেন- সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কাংখিত উন্নয়ন সম্ভব নয়। একজন যোগ্য জনপ্রতিনিধিকে সবার আগে সৎ ও ন্যায়পরায়ন হতে হবে। তাহলে নাগরিকগণ তাদের প্রকৃত সুবিধা ভোগ করতে পারেন। আমি জীবনের শেষ দিন পর্যন্ত নিজের সততা, মেধা ও যোগ্যতা দিয়ে নগরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।
তিনি শনিবার সকাল থেকে দিনভর নগরীর বিভিন্ন স্থানে পৃথক গণসংযোগ ও মতবিনিময় কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। শনিবার সিলেট নাগরিক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে দক্ষিণ সুরমার ভাবনার মোড় থেকে গণসংযোগ শুরু করে মার্কাজ পয়েন্ট, টেকনিক্যাল রোড সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং মতবিনিময় করেন। এসময় নাগরিক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ২৭টি ওয়ার্ডের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় সিলেট নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব শোয়েব আহমদ ছাড়াও কমিটির অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি নগরীর ২৭টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি