স্টাফ রিপোর্টার :
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৪ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করলেও মেয়র পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেননি। গতকাল সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সিলেটে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে তারা মনোনয়ন প্রত্যাহারের লিখিত আবেদনপত্র জমা দেন বলে জানান সিলেট সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার সরকার।
তিনি জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৪ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।
গতকাল সোমবার মনোনয়ন প্রত্যাহার করে নেয়া ৪ প্রার্থী হলেন, ৮ নং ওয়ার্ডের মো. সিরাজ খান, ১৪ নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম শামীম, ২০ নং ওয়ার্ডের মিঠু তালুকদার ও ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আফজাল উদ্দিন। এদিকে ৪ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিলেও কোনো মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
মেয়র প্রার্থীদের মধ্যে এবার সিসিক নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তারা হলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম, মহানগর জামায়াতের আমীর ও নাগরিক কমিটির প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলনের প্রার্থী ডা: মোয়াজ্জেম হোসেন খান, সিপিবি-বাসদের প্রার্থী কমরেড আবু জাফর এবং স্বতন্ত্র প্রার্থী সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের।
সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষে নির্বাচনে এবার মেয়র পদে অংশ নিচ্ছেন ৭ জন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন ১২৭ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী রয়েছেন। তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ১৯৬ প্রার্থীই এবার সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ মঙ্গলবার তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।