বাংলাদেশ খেলাফত মজলিস দেশ-জাতি ও ইসলামের কল্যাণে কাজ করে যাচ্ছে ———মাওলানা সিরাজী

35

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহী পরিষদের বৈঠক গত ২৭ জুন বুধবার লালদীঘিরপারস্থ মজলিস কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর সভাপতি জননেতা আলহাজ¦ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা সিরাজী বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর উপমহাদেশের শ্রেষ্ঠ শায়খুল হাদীস বর্ষিয়ান রাজনীতিবিদ আল্লামা আজিজুল হক (রহ.) এর নেতৃত্বে তার কার্যক্রম শুরু করেছিল। প্রতিষ্ঠার পর থেকেই বাবরী মসজিদ লংমার্চ সহ ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান আমীরে মজলিস প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান এর নেতৃত্বে সারাদেশের ন্যায় সিলেটেও সাংগঠনিক কার্যক্রম মজবুত করতে হবে। কেননা বাংলাদেশ খেলাফত মজলিস দেশ জাতি ও ইসলামের কাজ করে যাচ্ছে। মাওলানা সিরাজী ইসলামের সুমহান আদর্শ হেকমতের মাধ্যমে জনসাধারণের নিকট পৌছে দেয়ার আহবান জানান।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শাহ মমশাদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফাহাদ আমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সহ-বায়তুল মাল সম্পাদক হাফিজ ফয়জুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফিজ রেজাউল হক, প্রচার সম্পাদক হাফিজ রিয়াজ আল মামুন, সহ-প্রচার সম্পাদক হাফিজ এখলাছুর রহমান, অফিস সম্পাদক অধ্যক্ষ মো: বদরুল আলম, নির্বাহী সদস্য মাওলানা ছানাউল্লাহ, মাওলানা আব্দুল মালিক প্রমুখ। বিজ্ঞপ্তি