জুলাই-আগস্টে বন্যার আশঙ্কা

50

কাজিরবাজার ডেস্ক :
স্বাভাবিক হয়ে আসছে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। তবে আগামী সপ্তায় বাড়বে যমুনার পানি। জুলাই-আগস্ট মাস নাগাদ এ নদীর পানি বৃদ্ধি পেয়ে ঢাকার আশপাশের বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
প্রতি বছর এপ্রিল-মে মাসে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারাসহ বিভিন্ন নদনদীতে পানি বেড়ে বন্যা দেখা দেয়। চলতি মৌসুমেও এপ্রিল থেকেই বাড়তে থাকে নদনদীর পানি। এতে প্লাবিত হয় সিলেট ও মৌলভী বাজারের বিভিন্ন জনপদ। তবে এখন পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
চলতি জুনে মৌসুমের শুরুতেই যমুনা আর ব্রহ্মপুত্রের পানি বেড়ে বন্যা উপদ্রুত হয়েছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা। তবে জুলাই আগস্ট মাসে বৃষ্টিপাতের পরিমাণ থাকে সবচে বেশি। এ সময় যমুনার পানি বাড়তে থাকলে উত্তরাঞ্চলের পাশাপাশি ঢাকার আশপাশের নদীগুলোতেও পানি বাড়বে।
সেপ্টেম্বর পর্যন্ত এমন বন্যা পরিস্থিতি চলতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।