দক্ষিণ সুরমায় ৭ মাদকসেবীর কারাদন্ড, জেলে প্রেরণ

41

স্টাফ রিপোর্টার :
নগরীর দক্ষিণ সুরমায় বিশেষ অভিযানে ৭ মাদকসেবীকে আটক পুলিশ করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দক্ষিণ সুরমার জিঞ্জিরশাহ্ মাজার এলাকায় প্রকাশ্য মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। সোমবার রাতে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল ও পুলিশ পরিদর্শক (তদন্ত), ছাহাবুল ইসলাম এবং এসআই (নিঃ) রিপন দাস, এসআই শিপলু চৌধুরী, এসআই(নিঃ)/আবু রায়হান নূর এর নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভার্থখলা, লাউয়াই, জিঞ্জিরশাহ্ মাজার এলাকায় প্রকাশ্য মাদক সেবনের অপরাধে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালত এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হচ্ছে- কুমিল্লা জেলার চান্দিনা থানার সব্দলপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র মো: ফয়সল (৩৫), কুষ্টিয়া জেলার মিরপুর থানার তালবাড়িয়া গ্রামের রহিম সরকারের পুত্র আলী হোসেন (৩০), বালাগঞ্জ থানার হোসেনপুর গ্রামের ছোটন মিয়ার পুত্র কয়েছ আহমদ (২২), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পয়সাঘাটের ইসমাঈল মিয়ার পুত্র বাদশা মিয়া (২৫), বাহ্মণবাড়িয়া সদর থানার সেন্দর গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র মো: বিল্লাল (২২), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বায়েনাগর গ্রামের অলি আহমদের পুত্র ওয়াসিম (৩৫) নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি থানার কৃষ্ণপুর গ্রামের আব্দুল হামিদ মিয়ার পুত্র মো: আছাদুজ্জামানদের (৩০) হাজির করলে আদালত তাদের প্রথম ৫ জনকে ৩০) দিন, এবং শেষের ২ জনকে যথাক্রমে ১৫ দিন ও ০৭ দিন করে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।