ঈদে সড়ক ও জনপথ অধিদফতর কর্মীদের ছুটি বাতিল

14

কাজিরবাজার ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতরে সড়ক পথে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) সব কর্মীর ছুটি বাতিল করেছে সরকার। রবিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। ১৫ জুন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত অধিদফতরের সব কর্মীর সব ছুটি বাতিল করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক ও জনপথ অধিদফতরের সব গ্রেডের কর্মচারীর ছুটি আগামী ১৫ জুন থেকে ঈদুল ফিতর পরবর্তী ৩ দিন পর্যন্ত বাতিল করা হলো।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ বা ১৭ জুন দেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ১৬ জুন ঈদ হলে ১৫, ১৬ ও ১৭ জুন সরকারি ছুটি, ১৭ জুন ঈদ হলে সেক্ষেত্রে সরকারি ছুটি আরো একদিন বাড়বে। সেক্ষেত্রে ১৮ জুনও ছুটি থাকবে।