কাজিরবাজার ডেস্ক :
অস্ত্রের মুখে নারী অপহরণসহ নানা নেতিবাচক খবরের শিরোনাম হওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক সহকারী কমিশনার ডিআইজি মিজানুর রহমান তার ব্যক্তিগত পিস্তলের গুলি কেনার অনুমতি চেয়ে মাগুরায় আবেদন করেছেন।
সোমবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক বরাবর এ আবেদন করা হয় বলে জেলা প্রশাসন সূত্র জানায়।
সূত্রমতে, ডিআইজি মিজান আবেদনপত্রে উল্লেখ করেন, ১৯৯৮ সালে মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালে তিনি একটি এনপিবি পিস্তল লাইসেন্স-নং ০৬/মাগুরা/১৯৯৮ প্রাপ্ত হন। পরে ২০১১ সালের ২৩ মে নং-উঅঅ৪৯৮৩১৮ ইবৎবঃঃধ. গধফব রহ ট.ঝ.অ মডেলের একটি পিস্তল কেনেন তিনি। ওই পিস্তলের জন্য বিধি মোতাবেক ৪০ রাউন্ড গুলি কেনার অনুমতি চেয়ে আবেদন করেন।
এ ব্যাপারে জানতে চাইলে মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমান আবেদনের সত্যতা নিশ্চিত করলেও কোনো ধরনের মন্তব্য করতে রাজি নন।