ঈদ উপলক্ষে রেলওয়ের সবার ছুটি বাতিল

26

কাজিরবাজার ডেস্ক :
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুন থেকে। ১০ জুন থেকে ঢাকা থেকে ঈদযাত্রা শুরু। এবার ট্রেন ছাড়তে দেরি হলে বিকল্প ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। একইসঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবার ছুটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মে) রেল ভবনে সংবাদ সম্মলেন করে রেলমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানান।
এর আগে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে রেল সচিব মোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিব (আইন) মজিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের পরিচালক (অপারেশন) মিয়া জাহানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিলম্ব ট্রেন প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে নির্দিষ্ট সময়ে এবার ট্রেন ছাড়বে। অন্য রুটেও তেমন কোনো সমস্যা নেই। তবে ঢাকা-লালমনিরহাট রুটে ট্রেন ছাড়তে একটু বিলম্ব হয়। এটা নিরসনে আমরা বিকল্প ট্রেন রেখেছি। বিলম্ব হলেই বিকল্প ট্রেন পরিচালনা করা হবে।
ঈদে ট্রেন যাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবার ঈদে ১০ থেকে ১৫ জুন রেলওয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীর ছুটি থাকবে না। যাত্রা নির্বিঘ্ন করতে সব কর্মকর্তা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। রেলপথে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। আমাদের সীমিত সম্পদ দিয়ে যাত্রীদের সর্বোত্তম চাহিদা পূরণ করবো।
রেলে নাশকতা ও কালোবাজারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, রেলে কেউ নাশকতা করলে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে সব জেলা ও থানা পুলিশকে জানানো হয়েছে। ঈদের পাঁচদিন আগ থেকেই ট্র্যাক পেট্রোলিং করা হবে। এছাড়া র্যাব, পুলিশ, বিজিবি, স্থানীয় প্রশাসন ও অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাশকতাকারীদের কঠোর হাতে দমন করবে।
তিনি আরও বলেন, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। কালোবাজারি ধরতে জেলা প্রশাসকের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা থাকবে। এর মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত থাকবে।
এবার পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৯৪টি মিটার গেজ ও সৈয়দপুর থেকে ৯০টি (৩১টি এমজি ও ৫৯টি বিজি) সহ মোট ১৮৪টি আউট টার্ন হবে। ঈদে মোট ১ হাজার ৪০৫টি কোচ চলাচল করবে। ঈদে ২২৯টি লোকোমোটিভ (ইঞ্জিন) ব্যবহার করা হবে। ঈদে সারাদেশে দৈনিক ২লাখ ৭৫ হাজার যাত্রী চলাচল করতে পারবে।
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ প্রত্যাহার করা হয়েছে। ঈদের পাঁচ দিন আগ থেকে ঈদের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলবে। যাত্রীবাহী ট্রেন চলাচলের সুবিধার্থে ঈদের তিন দিন আগ থেকে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া কোনো মালবাহী ট্রেন চলাচল করবে না।