সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রকৌশলীরা নিজেদের মেধা নিষ্ঠা ও অক্লান্ত শ্রম দ¦ারা কাজ করার ফলে দেশের প্রযুক্তিগত উন্নতি হচ্ছে এবং দেশ উন্নয়নশীল দেশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রকৌশলীদের মেধাকে কাজে লাগিয়ে সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সুবিধে বৃদ্ধি করতে হবে। দেশের কল্যাণের কথা ভেবে প্রকৌশলীদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) সিলেট কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) সিলেট কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী ড. মোহাম্মাদ ইকবালের পরিচালনায় ও সিলেট কেন্দ্রের সভাপতি প্রকৌশলী সোয়েব আহমদ মতিনের সভাপতিত্বে কেন্দ্রের হল রুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা অংশ নেন। মাহফিলে দেশের সার্বিক উন্নতি কামনা করে দোয়া করা হয়। বিজ্ঞপ্তি