মাযহারুল ইসলাম অনিক
বছর ঘুরে নতুন করে
আবার এলো রোজা,
নামায পড়ে ইমান রেখে
আল্লাহ্কে খোঁজা।
পাপের দড়ি ছিন্ন করে
সঠিক পথে চলা,
রোজা রেখে সর্বসময়
সত্য কথা বলা।
ভেজাল-ভুজল ছাড়ান দিয়ে
ন্যায়ের বেশ ধরা,
নবী রাসূলের ওই পথেতে
জীবনটাকে গড়া।
রোজা রেখে নামায পড়ে
ন্যায়ের কাব্য লেখা,
কোরান পড়ে সর্বসময়
হাজার কিছু শেখা।
খুন খারাপি রাহাজানি
দিয়ে আজই ছাড়ান,
সাম্য গানে এখন সবাই
হাতটা না হয় বাড়ান।
রোজার মাসে নতুন করে
জীবন টাকে গড়ি,
খুন খারাপি ছাড়ান দিয়ে
ন্যায়ের বেশ ধরি।