আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইবনে সিনার উদ্যোগে শ্রমিক দিবস উদযাপন

123

গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ কমিউনিটি সেন্টারে ইবনে সিনা কালেকশন ও কনসালটেশন সেন্টারের উদ্যোগে গত ১ মে মঙ্গলবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর চীফ মেডিকেল অফিসার ডাঃ মেজর (অবঃ) আব্দুল সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন- আজ শ্রমিকরা যদি সঠিক ভাবে কাজ না করত তাহলে এদেশের কল-কারখানা, অফিস-আদালত, সব ধরনের যান-বাহন ও মানুষের স্বাভাবিক জীবন-যাপন বন্ধ হয়ে যেত। অথচ আজ শ্রমিকরা সবচেয়ে বঞ্চিত। পথে পথে তাদেরকে চাঁদা আদায়ের মাধ্যমে শোষন করা হচ্ছে। কর্মস্থলেও নারী ও শিশুসহ কোন শ্রমিকের নিরাপত্তা নেই। তাদের কাজেরও সঠিক মূল্যায়ন নেই। তাই মহান আল্লাহ তায়ালাই শ্রমিকদেরকে সব চাইতে বেশি অধিকার দিয়েছেন। এ জন্য ইসলামে রয়েছে শ্রমনীতি। মহান আল্লাহ তায়ালা বলেন- তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী সেই ব্যক্তি যিনি আল্লাহকে ভয় করেন। তিনি সকল শ্রমিকদেরকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ দিয়ে বলেন- যার মধ্যে তাকওয়া রয়েছে তিনি কখনই অন্যায়, অশ্লীল কাজ করতে পারে না। মুহুর্মুহু গগণ বিধারী স্লোগানের মাধ্যমে সমাবেশ থেকে সকল শ্রমিকগণ কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ দেলোয়ার হোসেন এর পরিচালনায়- অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হাসপাতালের ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মীরগঞ্জ বিজনেস ফোরামের ব্যবস্থাপনা পরিচালক মাস্টার আব্দুল আজিজ জামাল, সেন্টার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, কর্পোরেট মার্কেটিং অফিসার মোঃ শাহেদ আলী, বিজনেস ফোরামের পরিচালক- আবুল বাশার রানিক, ছয়েফ উদ্দিন, মাস্টার আব্দুল করিম, কবির আহমদ, মাসুক আহমদ, হাফেজ কাওসার আহমদ, গোলাপগঞ্জের বৃহত্তর ভাদেশ^র, মোকামবাজার, কাদিপুর, মাসুরা, পূর্ববাগ, উজান মেহেরপুর এবং কুরিরবাজার সিএনজি ড্রাইভার সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, মীরগঞ্জ, হাওরতলা, করমখাল সিএনজি ড্রাাইভার সমিতির সভাপতি মোঃ শিহাব উদ্দিন, মানিককোনা সিএনজি ড্রাইভার সমিতির সভাপতি মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি