শক্তিমানের শেষকৃত্যে যাওয়ার পথে ব্রাশ ফায়ারে নিহত ৫, আহত ৯

34

কাজিরবাজার ডেস্ক :
রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তি ক্যাংগাল ছড়ি এলাকায় সস্ত্রাসীদের ব্রাশ ফায়ারে সদ্য গঠিত ইউপিডিএফ গণতান্ত্রিক গ্র“পের আহবাহক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মন চাকমা সহ ৫ জন নিহত ও ৯ জন গুলিবিদ্ধ হয়েছে। নিহত ও আহতরা নানিয়াচর উপজেলা চেয়ারম্যান ও জেএসএস লারমা গ্র“পের প্রভাবশালী নেতা তাদের কেন্দ্রীয় সহ সভাপতি এ্যডভোকেট শক্তিমান চাকমার অন্তষ্টি ক্রিয়ায় যোগদিতে দিতে খাগড়াছড়ি থেকে নানিয়াচর আসার পথে এই ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সোয়া ১২টার সময় এই সব নেতারা একটি জীপ গাড়ি নিয়ে আসার পথে ক্যাংগাল ছড়ি এলাকায় আগে থেকে ওৎপেতে থাকা একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের গাড়ি লক্ষ্য করে প্রকাশ্যে ব্রাশফায়ার করে। এতে কয়েক নেতার মৃত্যু নিশ্চিৎ করে সন্ত্রাসীরা জঙ্গলে পালিয়ে যায়। এই ঘটনায় অকুস্থলে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতা সুজন চাকমা, সেতু লাল চাকমা ও কনক চাকমা নিহত হয় । আহত অবস্থায় সংষ্কারের আহবায়ক তপন জ্যোতি চাকমা ও গাড়ি চালক মোঃ সজিবকে দ্রুত খাগড়াছড়ি হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের মৃত্যু হয়েছে। অন্য আহতরা খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি রয়েছে। এ ছাড়া ব্রাশ ফায়ারে জীপ চালক নিহত হওয়ায় গাড়ি খাদে পড়ে অনেকেই আহত হয়েছে। তাদেরকে ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটির এসপি মোঃ আলমগীর কবির অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও জেলা গোয়েন্দা কর্মকর্তা পারভেজ ঘটনার স্থলে ছুটে যান। গত ২৪ ঘন্টার ব্যবধানে ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপের আহবাহক তপন সহ ৬ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
বৃহস্পতিবার নানিয়াচর উপজেলা মাঠে মুখোশধারী সন্ত্রাসীরা ব্রাশ ফায়ারে উপজেলা চেয়ারম্যান এ্যডভোকেট শক্তিমান চাকমা নিহত হয় । তার অন্তেষ্টি ক্রিয়ায় যোগ দিতে আসার পথে এই ধরণের বর্বর ঘটনা পাহাড়ের ইতিহাসে আর কখনও ঘটেনি। এদিকে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার লাশ ময়না তদন্ত শেষে তার গ্রামের বাড়ি বুড়িঘাটের কুকুর মারা এলাকায় পুলিশের পাহারায় সৎকার করা হয়েছে।