লেখাপড়ার সঙ্গে খেলাধূলা আর সাংস্কৃতিক চর্চা অপরিহার্য – শোয়েব

23

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, লেখাপড়ার সঙ্গে খেলাধুলা আর সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। যুব সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চা একান্তভাবে জরুরি। খেলাধুলা একটা মানুষের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। গোলাপগঞ্জের মছকাপুর প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, তৃণমূল পর্যায়ে এ ধরণের আয়োজন দক্ষ খেলোয়াড় তৈরি করতে যথেষ্ট ভূমিকা রাখবে। বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রের উন্নয়নের সামগ্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে বিভিন্ন রকমের খেলাধুলা থেকে দক্ষ খেলোয়াড় উঠে আসছেন। এসব খেলোয়াড়েরা বিশ্ব অঙ্গনে দেশের জন্য সুনাম অর্জন করছেন।
শুক্রবার বিকেলে মছকাল্যান্ড ক্রিকেটার্স আয়োজিত এ লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অ্যাডভোকেট কবির আহমদ বাবরের সভাপতিত্বে ও বিদ্যুৎজ্যোতি পুরকায়স্থের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রথমবেলা২৪ডটকমের সম্পাদক আব্দুল লতিফ নূতন, সাবেক ইউপি চেয়ারম্যান মামুন আহমদ রিপন, সমাজসেবী রেদওয়ান উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী রিংকু, ফরিদ হোসাইন, মুর্শেদ আহমদ।
আয়োজক কমিটির পক্ষে বক্তব্য রাখেন গোলাম রসুল ইমন, ফরহাদ হোসেন, শাখাওয়াত হোসেন শাকিল, মুহিতুর রহমান মিতু, ফাহাদুজ্জামান ফাহাদ, হুমায়ুন খান, ফাহাদ আহমদ, আরিফুল ইসলাম, মাসুক আহমদ, মুজায়েল আহমদ প্রমুখ।
ফাইনাল খেলায় মছকাপুর নাইট রাইডার্স মছকাপুর রয়্যালসকে হারিয়ে শিরোপা অর্জন করে। ফাইনাল ম্যাচ ও লীগের সেরা খেলোয়াড় নির্বাচিত তানিম। লীগের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হন হাসান। বিজ্ঞপ্তি