রমজান আলী রনি
জোয়াল কাঁধে মনে স্বপ্ন
হাজার ব্যথা নিয়ে
সোনার বাংলা সবুজ ফসল
দুই হাতে যায় দিয়ে।
নতুন বিশ্ব শীতল ছায়া
গড়ছে অবিরত
এই দুনিয়ার যে দিকে যাই
কেউ নেই ওদের মত।
শ্রমিকেরা শ্রমের জোরে
সাজায় সোনার দেশ
ওদের কথা যতই বলি
হবে না তো শেষ।
এসো সবাই ওদের সাথে
মিলেমিশে চলি
কাঁধে-পিঠে বুক ঠেকিয়ে
ওদের কথা বলি।