জননেতা আব্দুর রহিমের ২৯তম মৃত্যুবার্ষিকী পালন

54

মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি, সাবেক সংসদ সদস্য জননেতা আব্দুর রহিম এডভোকেট এর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জননেতা আব্দুর রহিম স্মৃতি পরিষদের উদ্যোগে ১৯ মার্চ মঙ্গলবার দিনব্যাপী কোরআন খতম, বাদ আছর চালিবন্দর জামে মসজিদে দোয়া মাহফিল শেষে মরহুমের চালিবন্দরস্থ বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জননেতা আব্দুর রহিম স্মৃতি পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী আইয়ুব আলীর সভাপতিত্বে ও স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সমাজকর্মী আফিকুর রহমান আফিক এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সভাপতি সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ.জেড রওশন জেবীন রুবা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ এম.এ মুনিম চৌধুরী, আব্দুর রহমান খান সুজা, মোঃ মাসুদ করিম জুয়েল, মোঃ রফিক আহমদ রাশেদ প্রমুখ।
সভায় বক্তারা জননেতা আব্দুর রহিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তিনি আমৃত্যু দেশ ও জনগণের সেবায় কাজ করে গেছেন। তাঁর মত সৎ ও ত্যাগী নেতা বর্তমানে খুব অভাব। জনগণের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। বিজ্ঞপ্তি