দেশে বৈদেশিক মুদ্রা লেনদেনে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ডের দাম টাকার বিপরীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত দু’দিনে সিলেটে বৈদেশিক মুদ্রা বিনিময় খোলা বাজারে ও সোনালী ব্যাংকে সামান্য ব্যবধানে টাকার বিপরীতে ডলার পাউন্ডের বিনিময় লেনদেন হয়েছে। এতে কিছুদিন আগে ৮৩ টাকা দরের ডলার গতকাল ৮৪ টাকা ২০ পয়সায় গিয়ে ঠেকেছে। ব্রিটিশ পাউন্ডের দাম কিছুদিন আগে ছিল ১১৩ থেকে ১১৬ টাকা ৬০ পয়সা। এখন ১১৮ টাকা ৫০ পয়সা দরে তা বিক্রি হচ্ছে। হঠাৎ করে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ডের দর বাড়ার কারণ জানতে চাইলে একজন মানি চেঞ্জার ব্যবসায়ী বলেন, বাজারে এই মুদ্রার সংকট হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।
দরগা গেইটস্থ বেসরকারী বৈদেশিক মুদ্রা বিনিময়কারী ব্যবসায়ীদের সাথে আলাপকালে জানা যায়, মার্কিন ডলারের দর সহজে পতনের লক্ষন আপাতত: দেখছেন না তারা। তবে ডলারের বর্তমান বাজার দর ৮৪ টাকা ২০ পয়সা থেকে হয়তো ২/১ টাকা আগামীতে কমতে কিংবা বাড়তে পারে। গতকাল সিলেট নগরীর দরগা গেইটের মানি চেঞ্জার ব্যবসায়ীরা প্রতি ডলার ৮৫ টাকা ৫০ পয়সায় ক্রয় ও বিক্রয় ৮৫ টাকা ৮০ পয়সায়, পাউন্ড ১১৮ টাকা ৫০ পয়সায় ক্রয় ও বিক্রয় ১১৮ টাকা ৮০ পয়সায় লেনদেন করা হয়েছে। তাছাড়া নগরীর আম্বরখানায় অবস্থিত সোনালী ব্যাংক করপোরেট বৈদেশিক বিনিময় লেনদেনকারী সরকারী শাখায় গতকাল মার্কিন ডলারের দর ছিল ৮৫ টাকা বিক্রয়, আর ৮৪ টাকা ২০ পয়সা ছিল ক্রয়। ব্রিটিশ পাউন্ডের দর ছিল ১১৭ টাকা ৭০ পয়সা বিক্রয় এবং ক্রয় মূল্য ছিল ১১৭ টাকা। সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। (খবর সংবাদদাতার)