মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বলেছেন, পুলিশ কাউকে হয়রানী করতে চায় না। তবে কিছু দুষ্ট লোক পুলিশকে বিভ্রান্ত করে ফেলে। শুধু যার যার ধর্ম অনুযায়ী কাজ করলেই জঙ্গিবাদসহ সমাজের অপরাধ প্রবণতা কমে যাবে। তিনি আরো বলেন, সামাজিক নেতৃত্ব চলে যাচ্ছে খারাপ লোকের হাতে। এ জন্য পুলিশের ভাল কাজ করা কঠিন হয়ে পড়েছে। তাই পরিস্থিতি মোকাবেলায় তিনি পুলিশকে আরো কৌশলী হওয়ার আহবান জানান।
২২ এপ্রিল রবিবার জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে থানা ভবনে ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও এসআই সাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, আনহার মিয়া মেম্বার, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, দিলোয়ার হোসেন, উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, আবদুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, উপজেলার পাটলি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, পাইলগাও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক কওছর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা আজিজ মিয়া প্রমুখ।
এ সময় উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জমির উদ্দিন, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আজাদ আলী কবেরী, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, পৌর আ.লীগের সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ, চিলাইড়া-হলদিপুর ইউনিয়নের ইউপি সদস্য জুয়েল মিয়া, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই হাবিবুর রহমান, লুৎফুর রহমান, গোলাম মুর্শেদ ফাত্তাহ চৌধুরী, কবির উদ্দিন, সাইফুর রহমান, হাবিব-২, এএসআই শাহ জামাল, সাদেকুর রহমান, শাহিন চৌধুরী, ফিরোজ মিয়া, আবুল হোসেন, মোশাহিদ মিয়া, আফছার আহমদ, প্রণয় নাল সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।