বাক প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণের প্রয়োজন ———- শফিকুর রহমান

26

সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাক প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। প্রশিক্ষণ শেষে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করলে তারাও মানব সম্পদে পরিণত হবে। এজন্য প্রয়োজন উদ্যোগ ও সহযোগিতার। বর্তমান আওয়ামীলীগ সরকার প্রতিবন্ধীদের কল্যাণে আন্তরিক। তিনি এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি ২১ এপ্রিল শনিবার দুপুরে বাগবাড়ীস্থ জেলা সমাজসেবা কার্যালয়ে নর্থইষ্ট সার্ভিসেস টিম (এনইএসটি’র) উদ্যোগে সিলেট বধির প্রতিবন্ধী কল্যাণ সংস্থাকে এলইডি টেলিভিশন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি নর্থইষ্ট সার্ভিসেস টিম এর উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
নর্থইষ্ট সার্ভিসেস টিমের ট্রাষ্টি বোর্ডের সদস্য দেলোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর সাবেক প্রেসিডেন্ট এডভোকেট নূরুদ্দীন আহমদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ ফরিদ আহমদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, ও বাসস সিলেটের ব্যুরো প্রধান মকসুদ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নর্থইষ্ট সার্ভিসেস টিম এর সদস্য প্রবাসী হারুন আহমেদ, রোকসানা ইসলাম চৌধুরী, রুমেনা বেগম রোজি, আবুল হাসনাত, ডা. আরিফুন্নবী, অনুপকান্তি দাস, জামাল আহমদ, সংস্থার সেক্রেটারী আজিম উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সংস্থার নেতৃবৃন্দের কাছে টেলিভিশন হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি