দুঃখ-কষ্ট ভুলে

13

মোঃ এনামুল হক :

বাবা বাবা ডাকে খোকা
খোকার মুখের বুলি,
খোকার মুখের বাবা ডাকে
দুঃখ-কষ্ট ভুলি।

খোকা বলে বাবা তুমি
এখন কোথায় যাও,
তোমার সঙ্গে যাবো বাবা
লাল জামাটা দাও।

ঘরে বাবা ভালো লাগেনা
চলো নদীর ঘাটে,
আসবো আবার বাড়ি ফিরে
বেলা যখন পটে।

ঘুরতে গেলে নদীর ঘাটে
খোকা খুশি হয়,
এত খুশি হয় খোকা
ভোলার কভু নয়।

বাবা বাবা বলে ডাকে
ছোট্ট খোকন সোনা,
বাবা বলে ওরে খোকন
তুই যে চাঁদের কণা।

সাত রাজার ধনের মাঝে
এই আনন্দ নাই,
ছোট্ট খোকার আবদার টুকু
মিটাবো মোরা তাই,