সাংবাদিকতায় অ্যাওয়ার্ড পেলেন তুহিন

54

দৈনিক উত্তরপূর্ব পত্রিকার রিপোর্টার ও বাংলা ট্রিবিউন’র সিলেট প্রতিনিধি তুহিনুল হক তুহিন সাংবাদিকতায় অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০১৫ সালে সিলেটের কুমারগাঁও এলাকায় দোকান ঘরের খুঁটির সাথে পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয় কিশোর সামিউল আলম রাজনকে। সেই নির্মম নির্যাতনের বর্ণনা তুলে সর্বপ্রথম প্রতিবেদন করায় গতকাল ‘ওয়াচডগ জার্নালিজম’ অ্যাওয়ার্ড দেয়া হয় তাকে। সিলেট জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন সিলেট কর্তৃক আয়োজিত তিনদিনের কর্মশালার সমাপনি অনুষ্টানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অতিথিবৃন্দ। অপরদিকে গত মাসে দালালদের খপ্পরে পড়ে স্বামীকে বাঁচাতে সৌদি আরবে গিয়েছিলেন জাফলংয়ের গৃহবধূ রিপা, পরে স্ত্রীকে বাঁচাতে মরিয়া হন তার স্বামী মুন্না মিয়া। এনিয়ে সংবাদ প্রকাশের পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন গৃহবধূ রিপাকে দেশে ফিরিয়ে নিয়ে আসে। বিজ্ঞপ্তি