মৌলভীবাজারে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক

30

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপারবিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনসহ র‌্যাবের এক অভিযানে ৬৮ বোতল তরল হুইস্কি, ৪৬ বোতল বিয়ার, ১টি মোবাইল ফোন, ১টি সিমকার্ড ও ১টি মেমরীকার্ডসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব।
বুধবার র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপারবিমান চন্দ্র কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৭এপ্রিল মঙ্গলবার দুপুরের দিকে শ্রীমঙ্গল উপজেলার খেজুরী ছড়া চা-বাগানের বিদ্যাবিল মোগলাম বস্তি এলাকা ৬৮ বোতল তরল হুইস্কি, ৪৬ বোতলবিয়ার, ১টি মোবাইল ফোন, ১টি সিমকার্ড ও ১টি মেমরীকার্ডসহ তিন জন মাদক ব্যবসায়ী আটক করা হয়।
আটককৃত হল ওই এলাকার মৃত মদন পটের ছেলে রজো পট (৬০), অতুল পটের ছেলে সজল পট নায়েক(২৫) ও উজ্জল পট নায়েক (২৭)।
বিমান চন্দ্র কর্মকার বলেন, লোকচক্ষুর অন্তরালে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকের চক্র গড়ে তোলে। আসামীদের এই গড়ে তোলামাদক চক্রের মাধ্যমে দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ আটককৃতদের শ্রীমঙ্গল থানায় প্রেরণ করা হয়েছে।