কোয়ারেন্টিনে থাকতে হবে ৪ দিন ॥ ওসমানী বিমানবন্দরে ৩২ লন্ডনী যাত্রী নিয়ে ফের অবতরণ

9

স্টাফ রিপোর্টার :
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের আরও একটি ফ্লাইট। ৪২ জন যাত্রী নিয়ে আসা ফ্লাইটের ৩২ জন সিলেটের। বাকি ১০ জন ঢাকার যাত্রী। বৃহস্পতিবার সোয়া ১০টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে। সিলেটের যাত্রীদের নামিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট করে।
এদিকে, যুক্তরাজ্য থেকে যারা এবার সিলেটে আসবেন তাদেরকে আর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে এবার যুক্তরাজ্য থেকে আসলে ৪ দিনের কোয়ারেন্টিন থাকতে হবে। ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হতো। তবে ১৫ জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের পরিবর্তে ৪দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা চলমান থাকবে। যুক্তরাজ্যে নতুন ধরণের করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৩ জানুয়ারি এ সংক্রান্ত আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিমান অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ২০২ ফ্লাইটে করে ৪২ জন যাত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। এরমধ্যে সিলেটের ৩২জন যাত্রী ছিলেন। তাদেরকে নামিয়ে বিমানটি ঢাকায় চলে যায়।