তুলোশী চক্রবর্তী
আমার কাঁদছে মন বারবার
নয়ন ভরছে জলে
তাদের জন্য মনের ব্যথায় ব্যথিত আমি
মরছে যারা করোনার ছোবলে,
সঙ্গিহীন জীবন যাপনথ
তবু কেউ বাড়িয়ে আছে দুহাত
কতো আপনজন যাচ্ছে চলে
নির্জনে আসছে শুধুই নিজ বক্ষে আঘাত,
এ যে কঠিন সময়, আবার হবে কি দেখা ?
নেই কারো জানা
চিনের প্রাচীর পেরিয়ে দেশ দেশান্তরে
ভাইরাস করোনা দিয়েছে হানা,
এ ঘোর দুর্দিনে হে প্রকৃতি মা
দাওনা কেন সাড়া?
তুমি কি সুখে আছো
হয়ে সন্তান হারা?
কতো স্বপ্নের শহর আজ
হয়ে গেছে মৃত্যুপুরী
দেশে দেশে চলছে লকডাউন,
কাঁপছে দেহ সবারি,
এতো মৃত্যুর পাহাড়
লাশ গুনা নাহি যায়
সবে ভয়ে চলছে মেনে স্বাস্থ্যবিধি
থেকে বন্ধী খাঁচায়,
আশা সবার কবে দেখবো আবার?
নীলময় আকাশে নবিন দিবাকর,
কবে আসবে সেই দিন?
করোনা মুক্ত হবে যে দিন ভূধর।