বিশেষ সম্পাদকীয় ॥ এ পথ চলায় কোন আপোষ নেই

47

দৈনিক কাজিরবাজার পত্রিকা আজ ১৭ বছর পূর্ণ করলো। এই দীর্ঘ সময়ে আমাদের অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে। তার পরও আমরা ক্ষণিকের জন্য থামিনি। কারণ আমরা সব সময়ই পাঠকের কাছে দায়বদ্ধ। তারাই আমাদের শক্তি তারাই আমাদের প্রাণ। বর্তমান ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার চরম প্রতিযোগিতার এই সময়ে একটি ছাপা কাগজকে নিরবচ্ছিন্ন চালিয়ে যাওয়া রীতিমতো চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জ্যের পথেই আমরা হাঁটছি। ১৭ বছরের এই পথ পরিক্রমায় জাতীয় ও আন্তর্জাতিক অনেক ঘটনার সাক্ষী হয়ে আছে কাজিরবাজার পত্রিকা। শুধু তাই নয় দেশে যখনই গণতন্ত্র তার পথ থেকে বিচ্যুত হচ্ছিল কিংবা আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র ও চক্রান্ত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল তখনই কাজিরবাজার পত্রিকা এর বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়ে দেশের গণতন্ত্রমনা মানুষকে সোচ্চার হতে সাহস যুগিয়েছিল। কাজিরবাজার পত্রিকাকে তার পাঠক একে যেমন তার নিজ সন্তানের মতো ভালবাসেন ঠিক এর উল্টো চিত্রও রয়েছে। অনেকেই আবার আড়ালে আবডালে পত্রিকাটিকে নানা ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করেন। তাদেরও আমরা সম্মান জানাই। কারণ এরা সেই চরিত্রের লোক যারা স্বার্থ সিদ্ধির জন্য সময়ে অসময়ে আমাদের দরজায় হাজির হয়ে তৈল মর্দনে ব্যস্ত হয়ে পড়েন তারাই আবার চোখের আড়াল হলে ভিন্ন চরিত্রে আবির্ভূত হন। অনেকেই সমালোচনা করেন আমাদের নাকি রাজনৈতিক চরিত্র ও আদর্শ বুঝা যায় না। এক্ষেত্রে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই পত্রিকা প্রকাশের উদ্দেশ্য যদি রাজনীতি হয়ে থাকে তাহলে এ ধারণার বাইরে আমাদের অবস্থান এবং সেটা বুঝতে না পারাটা তাদেরই ব্যর্থতা। তবে আমরা পত্রিকা প্রকাশের মাধ্যমে কাউকে ঘায়েল কিংবা কারো চরিত্রে কালিমা লেপন করা এ চিন্তা চেতনায় বিশ্বাস করি না, আর অন্য কারো মতো পত্রিকার আড়ালে অবৈধ কোন ব্যবসাকে বৈধ তকমা দেওয়াও আমাদের উদ্দেশ্য নয়। আমাদের নীতি ও আদর্শ মুক্তিযুদ্ধের পক্ষে গণতন্ত্রের পক্ষে সর্বোপরি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে। এক্ষেত্রে কোন আপোষ নেই। আর এতে যদি কারো স্বার্থে আঘাত লাগে তাহলে তাদের নিরাপদ দূরত্ব বজায় রাখাটাই বাঞ্ছনীয়।