বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে উন্নত মানে নিয়ে এসেছে – ড. মোমেন

85

জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন বলেছেন, মানবসেবা সবচেয়ে মহৎ একটি কাজ। সরকারের পাশাপাশি বিদেশী ও এনজিও সংস্থা দেশের কল্যাণে গুরুত্ব পূর্ণ অবদান রাখছে। তিনি আরো বলেন বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে উন্নত মানে নিয়ে এসেছে। মানুষ এখন চিকিৎসা পাচ্ছে। চিকিৎসার অভাবে মারা যাচ্ছেনা। বন্ধ ক্লিনিক গুলোকে খুলে দিয়ে চিকিৎসাকে হাতের নাগালে এনে দিয়েছেন। শুধু তাই নয় মানুষের মাথা পিছু আয় বেড়েছে। আমরা এখন উন্নত দেশের দেকে অগ্রসর হচ্ছি। সুতরাং এ সরকারকে আবার ক্ষমতায় রাখতে হবে। তা নাহলে আমাদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।
গতকাল ২৫ মার্চ রবিবার সকালে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নে কাজিরগাঁও জালালীয়া দাখিল মাদ্রাসায় গ্রেটার লামাকাজী এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ভার্ড চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু শিবির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
সিলেট জেলা পরিষদের সদস্য ও গ্রেটার লামাকাজী ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইউকে’র সভাপতি মোহাম্মদ শাহনূর-এর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা তাজ উদ্দিনের পরিচালনায় চক্ষু শিবিরের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমদ শিপলু, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা, এসোসিয়েশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও অন্যতম পৃষ্টপোষক মোগলগাঁও ইউপির চেয়ারম্যান হিরন মিয়া, মাদ্রাসার সুপার মাওলানা হাফিজ উদ্দিন। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী মইন মিয়া, ছলিম উল্লাহ, মাওলানা আতিকুর রহমান, আখলাকুর রহমান, হাফিজ তয়মূছ আলী। কাজিরগাঁও লতিফিয়া ফ্রেন্ডস ক্লাবের নেতা কর্মীরা অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেছে। বিজ্ঞপ্তি