কানাইঘাটে প্রবাসীর বাড়ীতে ডাকাতির উদ্দেশ্যে দৃর্বৃত্তদের হানা, আহত ২

83

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামে এক প্রবাসী পরিবারের বসত ঘরে ধারালো অস্ত্রধারী অজ্ঞাতনামা মুখোশধারী দুর্বৃত্তরা হানা দিয়েছে। দুর্বৃত্তদের হামলায় ২ জন আহত হয়েছেন।
জানা যায় গত শনিবার গভীর রাত অনুমান আড়াইটার দিকে ৮/১০ জনের অজ্ঞাতনামা ধারালো অস্ত্রধারী মুখোশ পরে বায়মপুর গ্রামের তাহির আলীর বসত ঘরের প্রথমে কলাপসিপল গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কাঠের ডিপ দরজা ভেঙ্গে ঘরের ২টি কক্ষে প্রবেশ করে নারী ও শিশুদেরকে অস্ত্রের মাধ্যমে জিম্মি করে ফেলে। তারা ঘরের ২টি কক্ষের মালামাল তছনছ শুরু করলে নারীদের চিৎকারে পার্শ্ববর্তী কক্ষ থেকে ঘুম থেকে জেগে উঠে তাহির আলীর পুত্র আলমাছ উদ্দিন (২৮) তার ভাবিদের কক্ষে প্রবেশ করা মাত্র দুর্বৃত্তরা তার ডান হাতের বাহুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম এবং তার ভাগ্নী ফাহিমা বেগম (১৩) কে মারধর করে জখম করে। ঘরে ডাকাত হানা দিয়েছে আলমাছ উদ্দিনসহ পরিবারের লোকজন শোর চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা কোন ধরনের মালমাল না নিয়ে পালিয়ে যায় বলে আলমাছ জানিয়েছেন। আলমাছ জানান হাফ প্যান্ট পরিহিত ধারালো অস্ত্রধারী ৮/১০ জন যুবক ও তরুন বয়সের লোক মুখোশ পরে ডাকাতির উদ্দেশ্যে তাদের বাড়ীতে হানা দেয়। তাদরে প্রত্যেকে হাতে লোহার রড, ছুরিসহ অন্যান্য অস্ত্র ছিলো। তার ২ ভাই সৌদি আরব প্রবাসী বলে জানান। বর্তমানে বাড়ীর লোকজন আতঙ্কের মধ্যে আছেন। এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঐ এলাকায় পেট্রোল ডিউটিরত একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করে প্রবাসীর বাড়ীতে হানা দেওয়া দূর্বৃত্তদের আটক করতে এলাকায় অভিযান চালালে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বাড়ীর মালিক আলমাছ উদ্দিন থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।