স্টাফ রিপোর্টার :
শহরতলীর মেজরটিলা থেকে ২ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টায় অতিরিক্ত পুলিশ সুপার ও র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাদের আটক করেন।
আটক ২ ছিনতাইকারীরা হচ্ছে- কিশোরগঞ্জের ভৈরব এলাকার বাসিন্দা সানু মিয়ার পুত্র বর্তমানে দক্ষিণ সুরমার ধরাধরপুর আবাসিক এলাকার বাসিন্দা মো. শফি আলম সোহেল (৩০) এবং শরিয়তপুর জেলার কাঠুপুলি গ্রামের মৃত বিল্লাল ডালির পুত্র বর্তমানে নগরীর গোয়াইটুলা এলাকার বাসিন্দা সুমন আহম্মদ ডালি কার্লুস (২৪)।
আটকের সময় তাদের কাছ থেকে প্রতারণা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি স্বর্ণের বার এবং ছুরি উদ্ধার করা হয়। তাদেরকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানিয়েছেন, আটক ২ জন ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি বলেন- আটককৃতরা অটোরিক্সার ভিতরে স্বর্ণের বার ফেলে নিরীহ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।