ভয়াবহ তুষার ঝড়ে ইউরোপে ৫০ জনের প্রাণহানি

23

কাজিরবাজার ডেস্ক :
প্রবল তুষারপাত ও মারাত্মক তুষার ঝড়ে সম্পূর্ণ বিপর্যস্ত ইউরোপ। মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছ। উত্তর থেকে দক্ষিণের ভূমধ্যসাগরের সৈকত পর্যন্ত প্রবল ঠাণ্ডায় হাড়হিম মানুষের। বাতিল করতে হয়েছে বহু ফ্লাইট।
ইউরোপে এই সময় তুষার ঝড় অপ্রত্যাশিত ছিল। বৃহস্পতিবার আচমকা তুষার ঝড় আছড়ে পড়ে ইউরোপের বিভিন্ন জায়গায়। রাস্তাঘাট বরফে চাপা পড়ায় হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। বন্ধ রাখা হয়েছে স্কুল। হাড়-কাঁপানো শীতের থেকেও আপাতত রেহাই নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
তুষার ঝড়ের কবলে পড়ে গোটা ইউরোপজুড়ে এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। পোল্যান্ডেই এই সংখ্যাটা ২১। চেক রিপাবলিকে ৬ জন, লিথুয়ানিয়ায় ৫ জন, ফ্রান্স ও স্লোভাকিয়ায় ৪ জন, স্পেনে তিনজন, ইতালি, সার্বিয়া, রোমানিয়া ও স্লোভেনিয়ায় ২ জন করে, ব্রিটেন ও নেদারল্যান্ডসে একজনের মৃত্যু হয়েছে।
তুষারের কারণে ডাবলিন বিমানবন্দরের সমস্ত বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শনিবারের আগে বিমান চালু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিপর্যস্ত রেল পরিষেবাও। ইতালির ৫০ শতাংশ স্থানীয় ট্রেনই বন্ধ রয়েছে।