জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মজুমদারপাড়া ঘাসিটুলার দস্তারবন্দী সম্মেলন ২৪ ফেব্রুয়ারি

52

জামিয়া মজুমদারপাড়া, ঘাসিটুলা সিলেটের দস্তারবন্দী ও ইসলামী মহাসম্মেলন আগামী ২৪ ফেব্র“য়ারি শনিবার জামিয়া ময়দানে দুপুর ২টায় শুরু হয়ে মধ্যরাতে শেষ হবে।
সম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে বয়ান পেশ করবেন মাওলানা মুফতী রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুফতী আবুল কালাম যাকারিয়া, মাওলানা উবায়দুল্লাহ বিন সাঈদ ঢাকা, জামিয়া ফারুকিয়াহ সিলেটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ক্বারী আব্দুল মতিন আছিরগঞ্জী, রাজাগঞ্জ মাদরাসা কানাইঘাটের মুহতামিম মাওলানা মমতাজ উদ্দীন বড়দেশী, মাওলানা আব্দুর রকিব সুনামগঞ্জ।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ চৌধুরী, কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের ইন্তেজামিয়া কমিটির সেক্রেটারী আলহাজ¦ সুয়েল আহমদ। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।
সম্মেলনর বিভিন্ন পর্বে সভাপতিত্ব করবেন জামিয়া ইসলামিয়া প্লাস্টো লন্ডনের প্রিন্সিপাল মাওলানা শায়খ তরীক উল্লাহ, গোলাপগঞ্জ রানাপিং মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল মান্নান, বিয়ানীবাজারের রামধা মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আউলিয়া হোসাইন, ঘাসিটুলা জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লী হাফিজ আব্দুর রউফ, কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের নির্বাহী সদস্য আলহাজ¦ মুখলিছুর রহমান, বোর্ডের ইন্তেজামিয়া কমিটির সহ সভাপতি আলহাজ¦ জাফর উদ্দিন চৌধুরী।
দস্তারবন্দী ও ইসলামী সম্মেলন সফল করার জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও মাদরাসার প্রিন্সিপাল শায়খুল কুররা মাওলানা মুজ্জাম্মিল হোসাইন চৌধুরী। বিজ্ঞপ্তি