সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন- ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে কোন টালাবাহানা বরদাশত করা হবে না। দেশনেত্রীর মুক্তির দাবিতে চলমান শান্তিপূর্ণ কর্মসূচীকে যদি বাকশালী সরকার দুর্বলতা মনে করে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কথিত ভুয়া রাজনৈতিক মামলায় সাজা প্রদানের মাধ্যমে আওয়ামী সরকার তাদের ঘৃন্য রাজনৈতিক প্রতিহিংসার স্বরূপ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের কাছে উদঘাটন করেছে। অবিলম্বে গণতন্ত্রের ফিনিক্স পাখি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিয়ে অবৈধ সরকারের জন্য লজ্জাজনক পতন অপেক্ষা করছে।
শনিবার বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচী উদ্বোধনকালে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। নগরীর বন্দর বাজার কোর্ট পয়েন্ট সংলগ্ন মধুবন মার্কেটের সামনে অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচী সকাল ১১টা থেকে শুরু হয়ে ১টায় সমাপ্ত হয়। গণস্বাক্ষর কর্মসূচী সংগ্রহ কালে জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব এম. এ হক, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলার সাবেক আহ্বায়ক এডভোকে নুরুল হক, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, জেলা সহ-সভাপতি এডভোকেট আব্দুল গাফফার, সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সহ-সভাপতি আশিক চৌধুরী, সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, মহানগর সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জেলা উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সৈয়দ সাফেক মাহবুব, মো: মইনুল হক, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ, মহানগর সাংগঠনিক মুকুল মোর্শেদ, জেলা বিএনপি নেতা নজিবুর রহমান নজিব, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, মহিলা বিষয়ক সম্পাদিকা কাউন্সিলার সালেহা কবির শেপী, ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ, তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান, ধর্ম সম্পাদক আল মামুন খান, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, তাতী সম্পাদক অহিদ আহমদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবু তাহের, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর মধ্যে- শেখ মু. ইলিয়াস আলী, লোকমান আহমদ, বুরহান উদ্দিন, এডভোকেট ইসরাফিল আলী, ফখরুল ইসলাম, আব্দুল মালেক, এনামুল হক মাক্কু, দিলোয়ার হোসেন জয়, কয়েস আহমদ সাগর, উজ্জল রঞ্জন চন্দ, সিরাজুল ইসলাম সিরাজ, রফিকুল ইসলাম, মাহবুবুল হক চৌধুরী, চৌধুরী মো: সুহেল, মনিরুল ইসলাম তুরণ, আব্দুর রহমান, বেলায়েত হোসন মোহন, আজির উদ্দিন আহমদ, শামসুর রহমান শামীম, হাসান মঈনুদ্দিন আহমদ ও আমেনা বেগম রুমি প্রমুখ। বিজ্ঞপ্তি