সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভেজালমুক্ত খাবার নিশ্চিতকরণ ও পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার দাবিতে ৩ জানুয়ারি রবিবার সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ.এম আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌফিক বকস লিপন বলেন, সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভেজালমুক্ত খাবার অত্যন্ত জরুরী। তাই হোটেল-রেস্তোরাঁ, বেকারী, গ্লোসারী শপ, মিষ্টান্নের দোকান সহ সকল খাদ্য সামগ্রী উৎপাদনকারী কোম্পানীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে খাদ্যের মান নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি পাবলিক প্লেসে অবাধে ধূমপান বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
ফেডারেশনের নির্বাহী কমিটির সভাপতি আব্দুল রাহাদ জাবেদ ও প্রেসিডিয়াম সদস্য খালেদ হোসেন রুমেলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, টুলটিকর সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জব্বার আহমদ পাপ্পু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাদিক আহমদ, ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য বদরুল খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রহমান, আশফাক আহমদ, লিয়াকত আহমদ, জাবেদ আহমদ, শ্রাবন আলী প্রমুখ। বিজ্ঞপ্তি