বড়লেখায় ২০ মোটরসাইকেলকে ১০ হাজার টাকা জরিমানা

3

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় ২০ মোটরসাইকেল আরোহীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হেলমেট, লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাকেল চালানোর অপরাধে তাদের এই জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১ টায় উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, হেলমেট, লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাকেল চালানোর অপরাধে ২০ মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৫০০ টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।