জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি সাবেক মন্ত্রী মুফতি মোহাম্মদ ওয়াক্কাস বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকীর সম্মুখীন। দুর্নীতি সন্ত্রাস রাহাজানিতে গোটা দেশ ভরে গেছে। সর্বপরি দেশের সমাজ ব্যবস্থা ও সাধারণ নাগরিক আজ মারাত্মক অশান্তি ও হতাশায় দিনাতিপাত করছে। দেশে এহেন দুর্যোগময় মুহূর্তে শান্তি, সমৃদ্ধি ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে কুরআন, সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র গঠনের বিকল্প নেই।
তিনি ১৩ ফেব্র“য়ারি মঙ্গলবার দুপুরে জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদাসায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা আহবায়ক কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা জমিয়তের আহবায়ক মাওলানা শফিকুল হক আমুকনী এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুস সালামের পরিচালনায় এক মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাসরুর আহমেদ, জেলা যুগ্ম আহবায়ক কাজী আব্দুস সালাম রশিদী, মহানগর সহ সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, কেন্দ্রিয় নেতা মাওলানা আহমদ কবির, মাওলানা আজিজুর রহমান সিরাজী, বিশ^নাথ মোহাম্মদিয়ার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা আব্দুস সোবহান বিশ^নাথী, সৈয়দ মুতাহির আলী, মাওলানা সৈয়দ মাসুম আহমদ, হাফিজ মাহমুদ হাসান, মাওলানা রফিক আহমদ মহল্লী, মাওলানা মুশতাক ফুরকানী, মাওলানা আবুল কাশেম রাজাগঞ্জী, মাওলানা আজিজ উদ্দিন, রেজাউল হক এলএলবি, শেখ আলবাব হোসাইন, হাফিজ আব্দুল হাই, হাফিজ আব্দুশ শহিদ তাফাদার, মাওলানা আব্দুল জাব্বার, যুব জমিয়তের কেন্দ্রিয় আহবায়ক কমিটির সদস্য মাওলানা মাহদী হাসান, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রিয় আহবায়ক কমিটির সদস্য সচিব এম বেলাল আহমদ চৌধুরী, কেন্দ্রিয় সদস্য ও মহানগরের আহবায়ক হাফিজ শাব্বির আহমদ রাজি, কেন্দ্রিয় সদস্য ও মহানগর যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মামুন, মহানগর যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম, যুগ্ম আহবায়ক সায়েম আহমদ, সদস্য সচিব হাফিজ খলিলুল্লাহ, সদস্য জি কে লিকসন, আবু মারজান নোমানী, সালমান আহমদ, মিজানুর রহমান, হাফিজ আবু তাহের, মুহিব্বুর রহমান, মাওলানা আবুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি