দু দিন

23

মোঃ ফাহাদ আলী

নিত্য দিন স্মরণ করিও জন্ম মৃত্যু বাদে
ওই দুদিন নয়ন মাঝে মেঘের ধারা বাঁধে
কি করে হায় কেটে গেল জন্মের একটি বছর
খ্যান্ত দিলাম পথ চলা, বিদায় বন্ধুর আসর।

তোমরা সকল নিত্য হেসে, কাঁদবে যে দুদিন
আমি নিত্য কাঁদি আকুল হয়ে কাটায় সে ঋণ
পুণ্য যদি দেবে বন্ধু নীরবে নিত্য কর প্রার্থনা
ওই দুদিন বিশ্রাম নিও মনে পাব সান্ত্বনা।

খবর নিও খবর দিও হঠাৎ ঘুমে গেলে
স্বর্গ পাড়ে রইব যখন আসব তারা জ্বেলে
নিত্য কথা কহিও বন্ধু ওই দুদিন বাদে
বর্ণীল ফূর্তি ছড়িয়ে দিও খুঁজে নেব চাঁদে।

নিত্য খেলা করিও বন্ধু শিমুল তুলা উড়ে
ওই দুদিন উড়ে উড়ে আসবে হাওয়ার ঝড়ে
নিত্য বন্ধু জোনাক দেখ ঘাসের মাদুর পেতে
ওই দুদিন থাকব না হয় পূর্ণিমায় মেতে।

প্রথম দেখায় হেসেছিলে শেষ বিদায়ে হাস
ওই দুদিন পারলে বন্ধু চোখের জলে দোষ
আঁধার মাঝে প্রদীপ জ্বালাও বসে বিরান ঘরে
ওই দুদিন বাদে কি বন্ধু মনে আমায় পড়ে?