স্টাফ রিপোর্টার
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিকট শব্দ করে একটি অক্সিজেন লাইনের মুখ খুলে গেলে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় রোগীরা দিগি¦দিক ছুটাছুটি শুরু করেন। পরে দ্রæত কর্তব্যরত নার্স ছুটে এসে সে লাইনের মুখ লাগিয়ে দিলে রোগীরা শান্ত হন। সোমবার বিকেল ৫টার দিকে ওসমানী হাসপাতালের ৫ তলার ২২ নং (শিশু) ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ওই ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনরা বলেন, বিকেল ৫টার দিকে হঠাৎ করে বিকট শব্দ করে দেওয়ালে থাকা একটি অক্সিজেন লাইনের মুখ ছুটে যায় এবং শো শো শব্দে ধোঁয়ার মতো অক্সিজেন বের হতে থাকে। এসময় রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনরা আগুন লেগেছে মনে করে আগুন আগুন বলে চিৎকার শুরু করে দিগি¦দিক ছুটোছুটি শুরু করেন। চিৎকার শুনে আশপাশ ওয়ার্ডগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রæত ছুটে এসে ২২ নং ওয়ার্ডের কর্তব্যরত একজন নার্স সেই অক্সিজেন লাইনের মুখটি লাগিয়ে দিলে রোগী ও তাদের স্বজনরা শান্ত হন।