হিজাব দিবসে দারুল আজহার সমাবেশে বক্তারা ॥ হিজাব নারীর আভিজাত্য সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিয়েছে

52

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে দারুল আজহার মডেল মাদরাসায় র‌্যালিপূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, হিজাব কখনো নারীর জন্য বন্দীদশা ও বৈষম্য নয়। এটা নারীর রক্ষাকবচ। নারী যখন হিজাবে থাকে তখনই সে সৌন্দর্যে, সৌকর্যে, সুরক্ষায় আভিজাত্য লাভ করে। নারী পণ্য নয় যে তাকে বিজ্ঞাপনে-বিপণনে, অভ্যর্থনায় কিংবা বিনিয়োগে যত্রতত্র ব্যবহার করতে হবে! নারী মা হিসেবে সম্মানীয়। নারী বোন হিসেবে রক্ষণীয়। নারী স্ত্রী হিসেবে নিরাপত্তা প্রাপ্ত। পাশ্চাত্য নারীকে নারী থাকতে দেয় নি। তাঁর দেহ-শৌষ্ঠব, স্বভাব-চরিত্র, প্রকৃতি ও বৈশিষ্ট্য ধ্বংস করে উদ্বাস্তু বানিয়েছে। ইদানিং ইসলামের সৌন্দর্য নিয়ে প্রপাগান্ডা ব্যাপক হচ্ছে। স্কুল, কলেজ, শপিংমল, রেস্তোরাঁ যেখানেই মুসলিম নারী, সেখানেই হিজাবের উপর আক্রমণ। আন্তর্জাতিক হিজাব দিবস নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ দূরীকরণে ভূমিকা রাখবে।
অগ্রসর শিক্ষার সম্ভাবনাময় প্রতিষ্ঠান, সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ দারুল আজহার মডেল মাদরাসায় গতকাল ১ ফেব্র“য়ারী দুপরে আয়োজিত আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে র‌্যালিপূর্ব সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মনজুরে মাওলার সভাপতিত্বে সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার, আমেরিকা প্রবাসী গোলাম সাদাত জুয়েল। মাদরাসার শিক্ষক মাওলানা লুৎফুর রহমান নোমান ও হাফেজ শাহিদ হাতিমীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অথিতির বক্তব্য রাখেন দারুল আজহার মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা জাকারিয়া আল হাসান, লিটল ফ্লাওয়ার্স আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল কবি মোরশেদ আলম, তেরোরতন মহিলা মাদরাসার নাইবে মুহতামিম মাওলানা জাকারিয়া আহমদ, দাওয়া এন্ড তাকওয়া ল্যাঙগুয়েজ সেন্টারের পরিচালক মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ, মাওলানা নাজিফুল হক, হোসাইন আহমদ। সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষিকা রুমানা বেগম, নাসিমা হক, সাজেদা ইসলাম, রুমিনা বেগম, সুমনা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি